রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাসিকের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী পপির অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরভবনে সিটি হল সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন।

রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের সহকারী প্রকৌশলী সজীবুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, কার্য-সহকারী আশরাফুদ্দৌলা। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী পপিকে প্রকৌশল শাখার পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *