মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষা

মোঃ রওশন আলম,(মান্দা)নওগাঁ: “দেশপ্রেমিক হবো,এ আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী উদযাপন-২০২৫ উপলক্ষে স্মৃতিচারণ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় ও সভাপতি এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ এর ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান  শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস প্রমূখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।
অপরদিকে একুশে টেলিভিশনের সংবাদ পাঠক ওয়াহেদুজ্জামান ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কছিমুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফণি, অত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক কমিটির সদস্য অজিত কুমার কবিরাজ, বাবু প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও প্রাক্তন শিক্ষার্থী সিদ্দিক হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইতি রানী, প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা সহিদুজ্জামান সালেক, মোহাইমিনুল শামীম, লিটন ও মাসুদ রানা।
এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *