মহানগর প্রতিনিধি: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে পরিবহন সেক্টরের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংশ বিতরণ করা হয়।
সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক হেলালের নেতৃত্বে বাস মালিক ও কর্মচারীদের মাঝে মালিকদের ৫ কেজি ও কর্মচারীদের ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির নেতা আলমগীর হোসেন। বিতরণের পর মাংস পেয়ে খুশি কর্মচারীরা। তারা জানান, আমরা ধন্যবাদ জানাই সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক হেলালকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।