দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর বাজারে শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধণ ও দোয়ার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আজাহার সরদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মৎস্য আড়তের জমির মালিক,সাবেক ইউপি সদস্য নওশাদ আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঃ সামাদ মোল্লা, আলীপুর মৎস্য আড়তের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক এরশাদ আলী প্রামাণিক,১নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী মাষ্টার, ক্যাশিয়ার বাবুল হোসেন প্রমুখ।
আলীপুর মৎস্য আড়তের সভাপতি আনিসুর রহমান বলেন, এখানে সকল প্রকার মাছ ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং আড়ৎটি সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে, সম্পূর্ণ ডিজিটাল মিটারে মাছ ওজন করা হবে, এখানে মোট পাঁচটি আড়ৎ রয়েছে পদ্মা মৎস্য আড়ৎ প্রোপাইটার মোহাম্মদ এরশাদ আলী দিং,
মেঘনা মৎস্য আড়ৎ প্রোঃ আসাদুল ইসলাম দিং, যমুনা মৎস্য আড়ৎ প্রোঃ আনিসুর রহমান দিং, তিসতা মৎস্য আড়ৎ প্রোঃ বাবুল হোসেন দিং, মধুমতী মৎস্য আড়ৎ প্রোঃ আরমান আলী দিং।
এছাড়াও রাজধানী ঢাকা থেকে আগত যাত্রাবাড়ী মৎস্য আড়ৎদার মুরাদ হাসান আলী, কাজী শামীম, ঢাকা নিউ মার্কেটের মৎস্য আড়ৎদার হাজী মোহাম্মদ বাদল হোসেন, তাহেরপুরের শ্রী নন্দ,মৎস্য ব্যাপারী খোকন আলী সহ দুর্গাপুর উপজেলা ও বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষি উপস্থিত ছিলেন।