সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৮ এপ্রিল ( সোমবার ) শাহজাদপুর চৌকি আদালতের আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। সকাল ১০টায় কবুতর অবমুক্ত করে ফিতা কেটে দিবসটির উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসটি উপলক্ষে শাহজাদপুর চৌকি আদালত চত্বর থেকে শুরু করে এক বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে এসে শেষ হয়। এবারের এই প্রতিপাদ্য ছিল
‘দ্বন্দে আনন্দ নাই,আপোষ করো ভাই,
লিগ্যাল এইড পাশে আছে,তাই চিন্তা নাই “
র্যালি শেষে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শাহজাদপুর চৌকি আদালতের আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি, যুগ্ম দায়রা জজ গাজী জামশেদুল হক এর সভাপতিত্বে, এপিপি হোসাইন শহিদ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা,শাহজাদপুর থানার ওসি মো: আসলাম আলি, এ্যাড আফতাব উদ্দিন,এ্যাড মো: আনোয়ার হোসেন,.এপিপি কে এম রায়হান উদ্দিন, এপিপি ফরিদা আখতার জাহান,এ্যাড.শাহ জালাল মিয়া,এ কে এম মতিয়ার রহমান প্রমুখ।
এসময় শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।